বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপে শেষ শোলর ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেছে স্পেন। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে মার্কো আসেনসিওর ফ্রি-কিক সের্গেই ইগনাশেভিচের পায়ে লেগে জালে জড়ায়। রামোসকে নিয়ে মাটিতে পড়ার সময় অভিজ্ঞ এই ডিফেন্ডার পায়ে লেগে বল জালে জড়ায়। এসময় কিছুই করার ছিল না রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের। এবারের আসরে এটি দশম আত্মঘাতী গোল। ৪০তম মিনিটে পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান আর্তিম জুবা। ডি বক্সে পিতের হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
স্পেন দলে তিনটি পরিবর্তন এসেছে - শুরুর একাদশে নেই আন্দ্রেস ইনিয়েস্তা, দানি কারভাহাল ও তিয়াগো আলকান্তারা। পক্ষান্তরে রাশিয়া দলে পরিবর্তন চারটি । টুর্নামেন্টে তিনটি গোল করা দেনিস চেরিশেভ জায়গা হারিয়েছেন শুরুর একাদশে। লাল কার্ড পাওয়ায় নেই ইগর স্মলনিকভ। একাদশে জায়গা হয়নি ইউরি গাজিনস্কি ও আলেক্সি মিরানচুকেরও। ফিরেছেন মারিও ফেরনান্দেস, দালের কুজিয়ায়েভ, ইউরি জিরকভ ও আলেকসান্দার গোলোভিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।