বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
শনিবার ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে বলের নিয়ন্ত্রণ রাখাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। দল আবেগ নিয়ে খেলবে এবং ফরাসিদের ওপর আধিপত্য বিস্তার করবে বলেও আশা আর্জেন্টিনা কোচের। কাজানে বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
সংবাদ সম্মেলনে মেসি-ডি মারিয়াদের করণীয়টা মনে করিয়ে সাম্পাওলি বলেন,‘আমি এমন একটা আর্জেন্টিনা দলের স্বপ্ন দেখি যারা আবেগ নিয়ে খেলবে; বলের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যও করবে। যদি আমরা বল নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে ম্যাচটা শরীরনির্ভর হয়ে পড়বে এবং এটা আমাদের সঙ্গে যাবে না।’ তিনি বলেন, ‘আমাদের ম্যাচটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং এটাই আমাদের শুরুর লক্ষ্য। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।