Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দির অক্ষত রাখা মসজিদ ভাঙ্গা মেনে নেওয়া হবে না -বাংলাদেশ খেলাফত মজলিস

উন্নয়নের নামে ধর্মীয় স্থাপনা ভাঙ্গায় বৈষম্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ৫:০৯ পিএম

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ফেনীর মহিপাল, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে এবং আরো ভাঙ্গার পরিকল্পনা রয়েছে। ফ্লাইওভার ও রাস্তার উন্নয়ন করতে গিয়ে মসজিদ ভাঙ্গা হলেও হিন্দুদের মন্দির ঠিকই বহাল রেখে বিকল্প জায়গা দিয়ে উন্নয়নের প্লান বাস্তবায়ন করেছে। অথচ মসজিদের বেলায় তা না হয়ে মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে। সুতরাং উন্নয়নের নামে মসজিদ ভাঙ্গা কোনোভাবে মেনে নেওয়া হবে না। নেতৃদ্বয় বলেন, আর একটি মসজিদও ভাঙ্গার পায়তারা করা হলে দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নেতৃদ্বয় আরো বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ও নাস্তিকরা বসে সুকৌশলে দেশকে হিন্দুয়ানী সংস্কৃতি ও নাস্তিক্যবাদী কালচারের দিকে দাবিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকার তাদের বিষয়ে সজাগ না হলে তারা ইসলাম মুসলমান ও দেশের বারোটা বাজিয়ে ছাড়বে আর এর খেসারত সরকারকেই বহন করতে হবে।



 

Show all comments
  • Nannu chowhan ৭ জুলাই, ২০১৮, ৭:৪৮ এএম says : 0
    Eai kothata oti shotto,mone hoy jeno,92%mosolmaner deshe ram rajatto shoru hoyese....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ