Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্টার্ণ ব্যাংকের ব্যতিক্রমধর্মী আয়োজন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার সঙ্গে সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান- ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ ব্যাংকের নবনির্মিত প্রধান কার্যালয়ে এক ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যার যার প্রিয় দলের জার্সি গায়ে উৎসবে অংশগ্রহণ করেন। প্রিয় ফুটবলারের কাট-আউট প্রতিকৃতির সঙ্গে সেলফি তোলাসহ ফুটবল ফ্যানদের বিভিন্ন কর্মকান্ড ও কলরবে উৎসবমূখর হয়ে ওঠে ব্যাংকের পরিবেশ। ফুটবল খেলার চেতনাকে ধারন করে এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রামের অধিনে ব্যাংকের সকলের মধ্যে টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশীপ এবং উৎকর্ষতা অর্জনে গভীর আগ্রহকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ইবিএল এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটির আয়োজন করে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইস্টার্ণ ব্যাংকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ