বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
দুই দলের মোট খেলোয়াড় ২২ জন। আর রেফারি নিয়ে মাঠের এপ্রান্ত-ওপ্রান্ত দৌড়ানো লোকের সংখ্যা ২৩। এই ২৩ জনের মধ্যে যদি ২০ জনই একপ্রান্তে অবস্থান করেন তাহলে সেই ‘অবস্থানের’ গুরুত্বটা সহজে অনুমেয়।
ব্রাজিল-সার্বিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের কোনো এক মুহূর্তে মাঠের চিত্র এরকমই দাঁড়ায়, যা ক্যামেরাবন্দি করেন কোনো এক ফটোগ্রাফার। এটি কোনো খেলায় বিরল ঘটনা।
ওই ছবিতে দেখা যায়, দুই দলের ২২ জন খেলোয়াড়ের মধ্যে ২০ জনই ব্রাজিলের প্রান্তে অবস্থান করছেন। এই ২০ জনের ১০ জন ব্রাজিলের, ১০ জন সার্বিয়ার।
প্রথমার্ধে গোল হজম করে সার্বিয়া দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায়। বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইউরোপের দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।