Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করছেন জোয়াকিম লো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৫ এএম

এক যুগ থেকে জার্মানির কোচ তিনি। ২০১৪ সালে ২৪ বছর পর দলকে জিতিয়েছিলেন  বিশ্বকাপ। সেই বিশ্বজয়ী কোচ জোয়ামিক লো এবার জার্মানিকে প্রথম রাউন্ড পার করতে পারেননি।  ১৯৩৮ সালের পর এমন ঘটনা আর ঘটেনি। আর তাই প্রধান কোচের পদ ছাড়ার কথা ভাবছেন তিনি।

বুধবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। এতে লোর দায়িত্ব ছাড়ার প্রশ্নও উঠেছে। সম্প্রতি ২০২২ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল জার্মানি। কিন্তু হয়ত চার বছর আগেই সব সম্পর্ক চুকেবুকে যাচ্ছে। তার কণ্ঠেই দিচ্ছে এমন ইঙ্গিত, ‘এখনি এর উত্তর দেওয়া কঠিন, তবে আমি কয়েক ঘণ্টা ভাবব। এই হতাশা আমাকে গভীরে স্পর্শ করেছে।  কাল আলাপ করব। দেখা যাক কি হয়।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর ৫৮ বছর বয়সী ইস্পাত কঠিন চেহারার লোর চোখেমুখে কোন আবেগ দেখা যায়নি। তবে ভেতরে কি দহন হচ্ছিল তা প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি, ‘এটা চরম হতাশা আমাদের জন্য। ড্রেসিং রুমে মৃত্যুর মতো নিরবতা নেমে এসেছিল।’

জার্মানির বাদ পড়ার সূত্র প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে। সেই মেক্সিকো আজ সুইডেনের কাছে তিন গোলে হেরেও উঠেছে দ্বিতীয় রাউন্ডে। যোগ্য দুই প্রতিপক্ষকে বিদায় বেলায় অভিনন্দন জানিয়েছেন জার্মান কোচ, ‘মেক্সিকো আর সুইডেনকে অভিনন্দন। আমরা বাদ পড়ে গেছি। গোল করার অনেক সুযোগ এসেছিল। কিন্তু আমরা পারিনি।’



 

Show all comments
  • কাসেম ২৮ জুন, ২০১৮, ৪:৪০ এএম says : 0
    এমন কিছু হওয়াটাই স্বাভাবিক।
    Total Reply(0) Reply
  • সাজ্জাদ ২৮ জুন, ২০১৮, ৪:৪০ এএম says : 0
    সমার্থক হিসেবে আমাদেরই বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে
    Total Reply(0) Reply
  • বাপ্পী ২৮ জুন, ২০১৮, ৪:৪১ এএম says : 0
    আগামী বিশ্বকাপের জন্য শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • ২৮ জুন, ২০১৮, ১০:৪৯ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেনপে েএকটি মেসে এতোগুলো পরিবরদন করাকেয় দয়িবলে মনেকরি
    Total Reply(1) Reply
    • srabon ৩০ জুন, ২০১৮, ১১:৫৮ পিএম says : 4
      ebar parini samne jitbo

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ