Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তনুর ভাইয়ের বন্ধু বাড়ি ফিরেছে ১৬ দিন পর

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : ‘কোনো রকম মারধর, নির্যাতন বা শারীরিক-মানসিক কষ্ট দেওয়া হতো না। কোনো কথা জিজ্ঞেসও করত না। কেবল খাওয়ার সময় হলে এক হাত খুলে দেওয়া হতো। তবে চোখ বাঁধা থাকত। কোথায় রাখা হয়েছে তাও বলতে পারব না। তবে যেখানে ছিলাম সেখানে আরও লোকজনের উপস্থিতি ছিল এটা বোঝা গেছে। হাত, চোখবাঁধা অবস্থায় একটি ঘরে দিনের পর দিন বন্দি ছিলাম, কেঁদেছি। আতঙ্কেও ছিলাম। যাক সুস্থ অবস্থায় ফিরে এসেছি। কোনো পাপ-অন্যায় করিনি। তাই মা, বাবাসহ পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি।’
দুই সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ থাকার পর গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ফিরে গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ারের বন্ধু মিজানুর রহমান সোহাগ। তিনি আরও বলেন, তাকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই হাত ও চোখ বেঁধে দেয়া হয়। তনু হত্যার সাত দিনের মাথায় ২৭ মার্চ রাত দেড়টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের কাছাকাছি গ্রাম নারায়ণসারের নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক সোহাগকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে সোহাগের খোঁজে তার মা, বাবা ও বোন থানা, ডিবি অফিস, র‌্যাব কার্যালয়ে গিয়েও তার কোনো হদিস পাননি। ৩০ মার্চ সোহাগের বাবা কৃষক নুরুল ইসলাম ছেলেকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয় উল্লেখ করে বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন। সোহাগকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি প্রায় ছয় দিন গণমাধ্যমের অগোচরে ছিল। ২ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোহাগের পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তনুর ভাইয়ের বন্ধু বাড়ি ফিরেছে ১৬ দিন পর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ