বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকা ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই বেশ কিছু চমকপ্রদ ফুটবলের সাক্ষী থেকেছেন। আর্জেন্টিনাকে যেমন ধাক্কা খেতে দেখা গিয়েছে, তেমনই চমক দিতে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়ার মতো দলকে। এক ঝলকে দেখে নেওয়া যাক, এ বারের বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে কোনও দল কোথায় রয়েছে।
গ্রুপ এ: এরই মধ্যে এই গ্রুপ থেকেই বিদায় নিয়েছে সউদী আরব আর মিশর। রাশিয়া, উরুগুয়ের পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত। সোমবার রাতের ম্যাচের পর এক এবং দু’নম্বরের জায়গা দু’টি ঠিক হবে মাত্র।
গ্রুপ বি: এই গ্রুপ থেকে স্পেন এবং পর্তুগালের যাওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলই রয়েছে ৪ পয়েন্টে। স্পেন এবং পর্তুগাল ড্র করলেই চলে যাবে পরের রাউন্ডে। তবে হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। অন্য দিকে জিতলে পরের রাউন্ড নিশ্চিত ইরানের। ড্র করলে হিসাবে আসবে গোল পার্থক্য। আজ রাতেই ফয়সালা হয়ে যাবে এই গ্রুপের। মরোক্কোর পরের রাউন্ডে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
গ্রুপ সি: ফ্রান্স ইতিমধ্যেই পরের রাউন্ডে চলে গিয়েছে। অঘটন না হলে ফ্রান্সের পাশাপাশি এই গ্রুপ থেকে ডেনমার্কের যাওয়ার সম্ভাবনা বেশি। ফ্রান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে ডেনমার্কের ড্র করলেই চলবে। হারলে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া পেরু ম্যাচের ফলাফলের দিকে। সে ক্ষেত্রে পরের রাউন্ডে যেতে পেরুকে বড় ব্যবধানে হারাতে হবে অজিদের। পেরুর পরের রাউন্ডে যাওয়ার কোনও সুযোগ নেই।
গ্রুপ ডি: সব থেকে বেশি নজর থাকছে এই গ্রুপের দিকে। ক্রোটদের পরবর্তী রাউন্ডে যাওয়া পাকা। কিন্তু, বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার শেষ ষোলোয় যেতে হলে নাইজিরিয়াকে বড় ব্যবধানে হারাতে তো হবেই, তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকেও। অন্য দিকে, ড্র করলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত নাইজিরিয়ার।
গ্রুপ ই: এই গ্রুপে পরের রাউন্ডে যাওয়ার লড়াই তিন দলের। ব্রাজিল এবং সুইসদের দরকার একটা ড্র। অন্যদিকে পরের রাউন্ডে যেতে গেলে ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে সার্বিয়াকে। ব্রাজিল হারলেও নেমারদের সম্ভাবনা থাকছে পরের রাউন্ডে যাওয়ার। সে ক্ষেত্রে কোস্টা রিকার কাছে হারতে হবে সুইজারল্যান্ডকে। এবং অবশ্যই হিসাবে আসবে গোল পার্থক্য।
গ্রুপ এফ: জমজমাট লড়াই এই গ্রুপে। দু’ম্যাচ জিতে এক নম্বরে থাকলেও পুরোপুরি নিশ্চিত নয় মেক্সিকো। শেষ ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ড্র করলেই পরের রাউন্ডে নিশ্চিত মেক্সিকো। সুইডেন এবং জার্মানি কিন্তু দাঁড়িয়ে একই জায়গায়। জয় বা ড্র দু’ক্ষেত্রেই দুই দলের সম্ভাবনা থাকছে, তবে যে কোনও ক্ষেত্রেই তাদের অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
গ্রুপ জি: গ্রুপ ‘এ’-র মতো এই গ্রুপ নিয়েও কোনও সন্দেহ নেই। দু’টি করে ম্যাচ জিতে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিয়েছে ইংল্যান্ড ও বেলজিয়াম। শেষ ম্যাচের উপর শুধু নির্ভর করবে এক এবং দুই নম্বরের জায়গাটা।
গ্রুপ এইচ: শেষ গ্রুপ থেকে জাপান, সেনেগালের ওঠার সম্ভাবনা একটু হলেও বেশি। শেষ ম্যাচে দুই দলেরই প্রয়োজন একটি ড্রয়ের। হারলেও দুই দলেরই সম্ভাবনা থাকছে পরের রাউন্ডে যাওয়ার। অন্য দিকে শেষ ম্যাচে হারলে বিদায় নেবে কলম্বিয়া। জিতলে পরের রাউন্ড পাকা। ড্র করলে হিসাবে আসবে গোল পার্থক্য এবং জাপান ম্যাচের ফলাফল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।