Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে হত্যা করে লাশ নিয়ে পলায়ন

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ভাড়া বাসায় নিজ স্ত্রীকে হত্যা করে অসুস্থ দেখিয়ে চিকিৎসার উদ্দেশ্যে লাশ মাইক্রোবাসে নিয়ে পলায়ন করেছে পাষ- স্বামী। এ ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার সদর ইউনিয়নের শান্তিপাড়া এলাকায়।
জানা যায়, দি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গঙ্গাচড়া উপজেলায় রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন নওগাঁ জেলার পুরন জয় চন্দ্র সরকার (৩৫)। তিনি স্ত্রী সিমু রানীকে নিয়ে শান্তিপাড়া এলাকায় ভাড়া বাসায় দেড় বছর ধরে বসবাস করে আসছিল। তাদের দেড় বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, তারা স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া-ফ্যাঁসাদ লেগেই ছিল। গত শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী-স্ত্রীকে মারপিট করলে স্ত্রী মারা যায়। পুরন চন্দ্র জয় স্ত্রীর মৃত্যুর বিষয়টি আশপাশের কাউকে বুঝতে না দিয়ে কৌশলের আশ্রয় নেয়। সে প্রতিদিনের মতো রোববার সকালে অফিসের কাজে বাহিরে যায়। দুপুরে বাসায় ফিরে তার স্ত্রী গুরুতর অসুস্থ বলে মাইক্রোবাস ডেকে তরিঘরি করে বাসে তুলে চিকিৎসার কথা বলে হাসপাতালের নিয়ে যায়। মাইক্রোবাসে সঙ্গে যাওয়া ওই এলাকার এক মহিলা বলেন, রংপুরে যেয়ে তার স্ত্রী মারা গেছে বলে জানিয়ে অন্য মাইক্রোবাস ভাড়া করে লাশ নিয়ে নিজ বাড়ি নওগাঁর উদ্দেশ্যে চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রীকে হত্যা করে লাশ নিয়ে পলায়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ