পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে জেলগেট থেকে দলের সিনিয়র নেতারা ফিরে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন আত্মীয়-স্বজনেরা।
ঈদের দিন শনিবার (১৬ জুন) বেলা আড়াইটা থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিনা ইসলাম, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, মো. মামুন, ভাগ্নি সামিয়া ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দারসহ ২০ জন দেখা করেন।
সূত্র জানায়, পরিবারের সদস্যরা খালেদা জিয়ার জন্য তার পছন্দের খাবার নিয়ে কারাগারে প্রবেশ করেন। তারা একসঙ্গে দুপুরের খাবার খান। পরে সাড়ে ৫টার দিকে তারা কারাগার থেকে বের হন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার মাধ্যমে খালেদা জিয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন থেকেই তিনি নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে আছেন।
এদিকে দুপুরে দলের সিনিয়র নেতারা ঈদের নামাজের পর জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অনুমতি পাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।