Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন সামরিক বাহিনী কীভাবে অর্থ ব্যয় করে

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রশ্নাতীতভাবে যুক্তরাষ্ট্র এ গ্রহের প্রধান সামরিক শক্তি।
প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠতম অগ্রগতি থেকে শুরু করে সামরিক জোটের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা মার্কিন সামরিক বাহিনী এ বিশ্বের অন্য যে কোনো দেশের ওপর মৌলিক সামরিক প্রাধান্য বজায় রেখেছে। এই সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তি তৈরিতে প্রধান অবদান রেখেছে তার অর্থনৈতিক সমৃদ্ধি এবং পেন্টাগনকে অবিশ্বাস্য পরিমাণ অর্থায়ন। খবর বিজনেস ইনসাইডার।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ঘোষিত সামরিক ও প্রতিরক্ষা বাজেট হচ্ছে ৬০১ বিলিয়ন ডলার যা পরবতী সর্বোচ্চ সামরিক বাজেটসম্পন্ন ৭টি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি।
এ ৬০১ বিলিয়ন ডলারের বেশিরভাগই যাবে সামরিক বাহিনীর বেস বাজেটে, যার মধ্যে রয়েছে সামরিক বাহিনীর সরঞ্জাম সংগ্রহ ও মার্কিন ঘাঁটিগুলোর দৈনন্দিন কার্যক্রমের ব্যয় নির্বাহ।
৪৯৬ বিলিয়ন বেস বাজেটের মধ্যে বেশিরভাগ অর্থই যাবে সামরিক বাহিনীর কর্মকা- ও রক্ষণাবেক্ষণ ব্যয় ও সামরিক বাহিনীর সদস্যদের বেতন প্রদান ও তাদের পরিচর্যা বাবদ। আরো ৯০.৪ বিলিয়ন ডলার রাখা হয়েছে ২০১৫ আর্থিক বছরে নতুন অস্ত্র ব্যবস্থা সংগ্রহের জন্য।
বিনিয়োগ খাতের ব্যাখ্যা হচ্ছে মার্কিন সামরিক বাজেটের গুরুত্বপূর্ণ অংশই যায় বিমান ও সংশ্লিষ্ট ব্যবস্থার অর্থায়নে। এর মধ্যে রয়েছে এফ-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যা এ বছরই মেরিন কোরে অন্তর্ভুক্ত হবে। ২০১৫ সালের বাজেট বিমান বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের দূরপাল্লার স্ট্রাইক বোম্বারের জন্য তহবিল বরাদ্দ শুরু করেছে।
প্রধান ব্যয়সমূহের মধ্যে রয়েছে ৩৪টি এফ-৩৫ সংগ্রহ। দ্বিতীয় প্রধান ব্যয় হবে মার্কিন সাবমেরিন বহর আধুনিকায়নে নতুন ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিন সংগ্রহে। দু’টি সাবমেরিনের মূল্য ৬৩০ কোটি ডলার।
বিভাগওয়ারি ধরলে ২০১৫ সালের বাজেটের অধিকাংশ অর্থই পাবে নৌবাহিনী। নৌবাহিনীর অর্থায়নের মধ্যে মেরিন কোরের জন্য বরাদ্দ অর্থও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন সামরিক বাহিনী কীভাবে অর্থ ব্যয় করে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ