Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৮, ১:৩১ পিএম

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে অনুমতি না পেয়ে কারা ফটকের সামনে থেকেই ফিরে গেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বিএনপি নেতাদের সাক্ষাতের অনুমতি না দেওয়ায় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপির নেতা কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, সরকারের ইচ্ছার কারণেই খালেদা জিয়াকে জেলে আটক রাখা হয়েছে। দলীয় চেয়ারপারসনকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ৫ বছরের সাজা ভোগ করছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন।

দলীয় চেয়ারপারসন কারাগারে থাকায় ঈদে দলটির কোনো কর্মসূচি নেই। দলীয় নেতা কর্মীদের কারাগারের সামনে অবস্থান করার নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। এটাই বিএনপির কর্মসূচি বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ১১টায় কারাগারে সামনে আসেন বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের নেতা কর্মীরা। এরপর সেখানে মূল দল ও অঙ্গ সংগঠনের আরও কয়েক শ নেতা কর্মী জড়ো হয়। তবে পুলিশ তাদের কাউকেই কারা ফটকের কাছে যেতে দেয়নি।

বেলা সোয়া ১২টার দিকে কারা ফটকের সামনে আসেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। তাঁরা কারা ফটকে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলেন। তবে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তাঁরা সেখানে কিছু সময় অপেক্ষার পর চলে যান। তখনো অনেক নেতা কর্মী সেখানে অবস্থান করছিলেন।

ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাইলে পেট্রল পুলিশের পরিদর্শক আল মামুন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, গত পরশু বিএনপির পক্ষ থেকে আজ খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কারা অধিদপ্তরের কোনো অনুমতিপত্র তাদের কাছে আসেনি। এ জন্য বিএনপির নেতাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

এদিকে এর আগে সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা কর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব আশা প্রকাশ করেছিলেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি তাঁরা পাবেন।



 

Show all comments
  • ১৬ জুন, ২০১৮, ৮:৫০ এএম says : 0
    Rejbe shab jay party office 24 hours thaken, khan, ghuman aj biswas holo, karon aaie group a Mr.Rejbe nai...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ