Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিয়াম সাধনায় টিকে থাকার মানসিকতা অর্জিত হয় -মাওলানা নেজামী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ৮:০১ পিএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, মুসলিম জাতীয় ঐতহ্য চেতনায় এবং সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ। রমজান মাস ইসলাম প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস ও অর্থনৈতিক মাস। এ মাসে সকল আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, মুসলমানদের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব, আধ্যাত্মিক, দৈহিক ও মানসিক শ্রেষ্ঠত্ব, গৌরব ও মর্যাদা অর্জিত হয়। অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে প্রতি বছর আসে মাহে রমজান। উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভ’ত করত পাশবিক শক্তিকে আয়ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মুখে টিকে থাকার জন্যে যে মন-মানসিকতার প্রয়োজন, সিয়াম সাধনার দ্বারাই তা অর্জিত হয়।
তিনি ২৬ রমজান ইসলামী ঐক্যজোট, শিবপুর উপজেলা শাখা কর্তৃক ইটাখোলায় আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইসলামী ঐক্যজোট, শিবপুর উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া লাহোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাওলানা মুজিবুর রহমান, এইচ এম হারিছুল হক, মাওলানা আবদুর রহমান হাশিম, হাফেজ আবদুল কাইয়ূম, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা মোঃ নুরুজ্জামান, মাওলানা নোমান, মাওলানা সৈয়দ মাহবুব হোসেন, আলহাজ্ব ওবায়দুল হক, রফিকুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাহমুদ হাসান, মণিরুজ্জামান বিএসসি ও মাওলানা আবদুর রহিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা নেজামী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ