Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার অসুস্থতা উদ্বেগ জানালেন ঢাবি শিক্ষকরা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। গতকাল (শনিবার) সাদা দলের আহŸায়ক প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে আমরা ভীষণ উদ্বিগ্ন। কারাগারে মাথা ঘুরে পড়ে যাওয়া, ক্রমাগতভাবে জ¦র থাকা, পা ফুলে যাওয়াসহ বিভিন্ন অসুস্থতার খবরে আমরা চিন্তিত ও আন্তরিকভাবে মর্মাহত এবং তাঁর সুচিকিৎসার ব্যবস্থা না হওয়ায় আমরা ক্ষুব্ধ। শারীরিকভাবে অসুস্থ একজন বয়স্ক মহিলা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর কোন অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণ কারো কাছেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, আমরা চাই রমজান ও আসন্ন ঈদের কথা মাথায় রেখে হলেও বেগম খালেদা জিয়ার ওপর চলমান অন্যায়-অবিচারের অবসান হোক। অনতিবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতাল বা তাঁর পছন্দের অন্য কোন হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যও জোর দাবি জানান তারা। আখতার হোসেন খান ছাড়াও বিবৃতি দিয়েছেন- প্রফেসর ড. মো: আবদুর রশীদ, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. সদরুল আমিন, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার, প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ইসরাফিল প্রামাণিক, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রফেসর ড. লায়লা নূর ইসলাম, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. দিলীপ কুমার বড়ূয়া, প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, প্রফেসর আ কা ফিরোজ আহমদ, প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর ড. আবদুল আজিজ, প্রফেসর হোসনে আরা বেগম, প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, প্রফেসর মোঃ মুজাহিদুল ইসলাম, প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান নিজামী, প্রফেসর আহমেদ জামাল আনোয়ার, প্রফেসর ড. মোবাশ্বের মোনেম, প্রফেসর ড. আমিনুল ইসলাম ভূইয়া, প্রফেসর ড. এস. এম. মোস্তফা আল-মামুন, প্রফেসর শামীম শামছি, প্রফেসর ড. সাহিদা ইসলাম, প্রফেসর ড. সিরাজুল হক, এম এ কাউসার, আবদুল আজিজ, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রফেসর ড. সেলিম রেজাসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ