পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : দুর্নীতি মামলায় সাজা বহাল ও হাইকোর্টে পুনঃশুনানির রায়ের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনজীবীর সঙ্গে আলোচনা করে কী করবেনÑসে সিদ্ধান্ত নেবেন।
গতকাল রোববার হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। এর প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজ দফতরে মায়া সাংবাদিকদের বলেন, কী সিদ্ধান্ত হয়েছে জানি না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনজীবীর সঙ্গে পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নেব। মামলার ভিত্তি (গ্রাউন্ড) ছিল না কিনা- প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তাও বলতে পারব না।
নৈতিকতার ভিত্তিকে কী বলেনÑসাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, এখানে আইন দিয়ে কথা বলতে হবে। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, আইন যা বলবে, আমি সে অনুযায়ী কাজ করব।
মায়াসহ সম্প্রতি তিন মন্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আমার কথা বলতে পারি। আমারটা জানি, জানার পরে জানাব। আমি আপনাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।