পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে নিম্নস্তরের মানুষ উপকৃত হবে এবং এটি একটি বাস্তবসম্মত বাজেট । যা সকল মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে, এটা তাদের চারিত্রকি বৈশিষ্ট। গতকাল শুক্রবার দুপুরে ভোলায় বিভিন্ন ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে বাজেট দেয়া হয়নি। আমাদের প্রত্যেকটা বাজেটই জনবান্ধন ও গণমুখী বাজেট। এ বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে। তিনি বলেন, এ বাজেটের মধ্যদিয়ে গ্রামীন অর্থনীতির উন্নয়ন হবে, নদী ভাঙ্গা থেকে শুরু করে সকল কিছু এখানে অর্ন্তভুক্ত করা হয়েছে। এতেই দারিদ্র বিমোচন হবে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্রের সীমা ৩ শতাংশের মধ্যে নেমে আসবে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। তারা অস্তিত্ব রক্ষা করার জন্য বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। এ সময় জেলা আ’লীগ সম্পাদক আবদুল মনিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।