পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা ঃ ছাগলনাইয়ায় সবজি চাষ করে স্বাবলম্বী হতে চায় বর্গাচাষি গোলাম মোস্তফা। সরেজমিন গিয়ে দেখা যায়, মোস্তফা ১৫ বছর আগে সুদূর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এসে পাড়ি জমান পশ্চিম ছাগলনাইয়া গ্রামে। পরিবার নিয়ে করিম উল্ল্যাহ হাজীর ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। ছাগলনাইয়া পৌরশহরের সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন স্থানে আজিম উদ্দিনের ৯০ শতাংশ জায়গা বর্গানিয়ে সবজি চাষ শুরু করেন। এবার ওই জায়গায় তিতা করলা, শসিন্দা, পাতা কপি, ধনিয়া পাতা, পালং শাক ও পুইশাক চাষ করেন। এ পর্যন্ত ৩৫ টাকা হারে ১ হাজার ৩০ কেজি শসিন্দা ও ৫০ টাকা হারে ৪শ’ ৫০ কেজি তিতা করলা বিক্রি করেন। কৃষক গোলম মোস্তফার মতে, ফসল উঠা পর্যন্ত ৫শ’ কেজি শসিন্দা ও ১ হাজার ৬শ’ কেজি তিতা করলা বিক্রির আশা করেন তিনি। সে হিসেবে শুধুমাত্র ৫২ হাজার ৫শ’ টাকার শসিন্দা ও ১ লাখ ২ হাজার ৫শ’ টাকার তিতা করলা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করেন। পাশাপাশি এবার পাতা কপি বিক্রি করে ১০ হাজার টাকা, ধনিয়া ৫ হাজার টাকা এবং পালং ও পুইশাক এখনো বিক্রি যোগ্য হয়নি। এ ব্যাপারে গোলাম মোস্তফা এ প্রতিবেদককে বলেন, গত বছর একই জমিতে ৫০ টাকা হারে ১ হাজার ৪শ’ কেজি শসিন্দা ও ৮০ টাকা হারে ৫শ’ কেজি তিতা করলা বিক্রি করেন। সে তুলনায় এবার ফলন বেশি হলেও দাম অনেক কম। ৯০ শতাংশের জমিতে সবজি চাষ করে ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে তার সুখেই দিন কাটছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।