পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ত্রিশাল উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ ত্রিশালের কানিহারী ইউনিয়নে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির-২ এর উদ্যোগে ভিষণ-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ সংযোগ মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহক প্রান্তে অস্থায়ী ক্যাম্পিংয়ের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে সরাসরি নতুন সংযোগের আবেদন ও দালাল-প্রতারক থেকে দূরে থাকার জন্য গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এসময় মেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) আরিফ আহমেদ, ত্রিশাল অফিস প্রধান তৌহিদুল্লাহ খান, কানিহারী ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি উজ্জল, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ওয়ারীং পরিদর্শক অনুপ বাবু প্রমুখ। মেলায় আবেদনকারী গ্রাহকদের মাত্র ৭৫০ (সাত শত পঞ্চাশ) টাকার বিনিময়ে আগামী ১ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিশাল অফিস প্রধান তৌহিদুল্লাহ খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।