পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। শাহবাগ থানায় করা একটি নাশকতা মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, রাত সোয়া ৯টায় তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি সুস্থ আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুক্তির পর নেতাকর্মীরা বাবুকে জেলগেটে অভ্যর্থনা জানান। সেখানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৬ মার্চ বিএনপির কর্মসূচি থেকে বাবুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে শাহবাগ থানায় করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।