Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার -মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। এর প্রতিবাদে আন্দোলনে নামবে বিএনপি। সাবেক জাতীয় ফুটবলার আইনুল হক অসুস্থ। তাকে দেখতে জিগাতলার বাসায় যান দলের মহাসচিব। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই সরকারের আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে। আমরা সম্পূর্ণ এক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি। এরকম অবস্থার মধ্যে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল দলকে পুনরুজ্জীবিত করেছে। আমরা আশাবাদী গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সাফল্য আসবেই।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিএনপি সব সময় এর প্রতিবাদ করে আসছে। এই ইস্যুতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু গণতন্ত্রের সেই চেতনা আজ হারিয়ে গেছে। দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।
এ সময় দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সাবেক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার Ñমির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার : জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। এর প্রতিবাদে আন্দোলনে নামবে বিএনপি। সাবেক জাতীয় ফুটবলার আইনুল হক অসুস্থ। তাকে দেখতে জিগাতলার বাসায় যান দলের মহাসচিব। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই সরকারের আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে। আমরা সম্পূর্ণ এক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি। এরকম অবস্থার মধ্যে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল দলকে পুনরুজ্জীবিত করেছে। আমরা আশাবাদী গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সাফল্য আসবেই।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিএনপি সব সময় এর প্রতিবাদ করে আসছে। এই ইস্যুতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু গণতন্ত্রের সেই চেতনা আজ হারিয়ে গেছে। দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।
এ সময় দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সাবেক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার -মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ