Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিআরটিসির আগাম টিকেট বিক্রি শুরু মঙ্গলবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ৬:১০ পিএম
আসন্ন ঈদ উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল সার্ভিসের আগাম টিকেট মঙ্গলবার (৫ জুন) থেকে বিক্রি শুরু হবে। আগামী ১৩ জুন হতে ঈদের আগের দিন পর্যন্ত এ সার্ভিসের আওতায় যাত্রী পরিবহনে বিআরটিসি’র বহরে নয় শ' চারটি বাস চলাচল করবে।
 
সোমবার দিলকুশাস্থ বিআরটিসি’র প্রধান কার্যালয়ে আসন্ন ঈদ প্রস্তুতি বিষয়ক এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
 
ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় বিআরটিসি’র স্পেশাল সার্ভিসের নয়শত চারটি বাসের মধ্যে ঢাকা মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে বিভিন্ন গন্তব্যে চার শ' পঁচাত্তরটি বাস এবং দেশের অন্যান্য ডিপো থেকে তিন শ' পঁচাত্তরটি বাস চলাচল করবে।
 
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও পার্শ্ববর্তী ডিপোগুলোতে অতিরিক্ত চুয়ান্নটি বাস সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
 
বিআরটিসি’র কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় কোনোভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে অতিরিক্ত ভাড়া আদায়ের বদনাম যেন বিআরটিসি’র বিরুদ্ধে না আসে।
তিনি জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় চারশত বাস এবং পাঁচশত ট্রাক সংগ্রহের বিষয়টি সম্প্রতি গতি পেয়েছে। এ বছরের শেষ নাগাদ নতুন বাস এবং ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া আরও দুই শ' বাস সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
সভায় বিআরটিসি’র চেয়াম্যান ফরিদ আহমেদ ভূঁইঞাসহ বিআরটিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ডিপো ম্যানেজাররা উপস্থিত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ