Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযান একটি সাময়িক ব্যবস্থা -আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ. রাদ আল হোসেইনকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণের জন্য চলমান অভিযান একটি সাময়িক ব্যবস্থা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসামাত্র এই অভিযান শেষ করা হবে। আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেন, মাদক বিরোধী অভিযানে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অবৈধ বল প্রয়োগের কোন অভিযোগ পেলে সরকার তা তদন্ত করবে এবং প্রমাণিত হলে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তারা বাংলাদেশ ও বিশ্ব মানবাধিকার স¤প্রসারণ ও সুরক্ষা আরো নিশ্চিত করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে আইনমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশ যেসব সমস্যা মোকাবেলা করছে তা তুলে ধরেন। পাশাপাশি মাদক পাচার ও এর ব্যবহার সংশ্লিষ্ট ক্রমবর্ধমান সা¤প্রতিক সমস্যা তুলে ধরেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাবের কারণে অতিদ্রæত ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযান চালাতে সরকার বাধ্য হয়েছে। ফলে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং দুর্ভাগ্যবশত মাদক বিক্রেতাদের সশস্ত্র প্রতিরোধের কারণে বেশ কিছু মাদক বিক্রেতা নিহত হয়েছে। এসময় হাইকমিশনার মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের চলমান উদারতা পশ্চিমা বিশ্বসহ অন্যান্য অনেক দেশের কাছে একটি প্রকৃত উদাহরণ হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, আইনমন্ত্রী ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভায় অবস্থান করছেন। তিনি ৪০ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ