পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আজম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীকে জিম্মি করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গতকাল বেলা সোয়া দুইটার দিকে ব্যবসায়ী আজম দোয়েল চত্বর দিয়ে রিকশাযোগে পল্টন যাচ্ছিলেন। পথে দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হলের মাঝামাঝি জায়গায় মাইক্রোবাস আরোহী কয়েক ব্যক্তি তার পথরোধ করে। এ সময় মাইক্রোবাস আরোহী ৫ যুবক নিজেদের ডিবি’র সদস্য বলে পরিচয় দেয়। তারা আজমের ব্যাগে অবৈধ অস্ত্র আছে বলে অভিযোগ করে। এক পর্যায়ে তারা আজমকে তল্লাশির নামে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে উঠায়। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ব্যাগে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে দোয়েল চত্বর এলাকায় আজমকে নামিয়ে চলে যায়। ওসি আরো বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার কিংবা লুন্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।