Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৪:৪১ পিএম

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী ৩১ মে এ নিয়ে সু্প্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
মঙ্গলবার চেম্বার বিচারকের আদালতে বিষয়টির ওপর শুনানি হয়। এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টে দেয়া জামিন আদেশ স্থগিত করার আবেদন জানান। তিনি হাইকোর্টে দেয়া রায় পড়ে শুনান। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তিনিও হাইকোর্টে দেয়া রায় পড়ে শুনান।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার খালেদা জিয়ার তিনটি জামিন আবেদনের শুনানি গ্রহণ করে জামিন আদেশ দিয়েছিলেন।

আদালত কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার দু’টি ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলেন।

অন্য দিকে নড়াইলে মানহানির মামলাটি নট প্রেসড রিজেকটেড (উপস্থাপিত হয়নি) বলে খারিজ করেন। আদালত বলেছেন, ওই আদালতে (নিম্ন আদালত) মামলাটি শুনানি করে আসুন। যদি সেখানে জামিন না হয়, তাহলে আমরা দেবো। কারণ, এটা জামিনযোগ্য মামলা।
গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। এরপর আদালত খালেদা জিয়ার আইনজীবীদের কাছে জানতে চান, গত রোববার নড়াইলের মামলায় বিচারিক আদালতে কী আদেশ হয়েছে?

তখন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা তো মামলার নথি চাই; কিন্তু ঠিকমতো নথি পাই না। গত ২৫ মে আদেশের জন্য ধার্য ছিল। কিন্তু সেদিন (কোর্ট) বন্ধ ছিল।
এরপর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: বশিরুল্লাহর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, রোববার শুনানি হয়েছে। ৩০ আগস্ট আদেশের জন্য রেখেছে। এরপর আদালত মামলাটি নিম্ন আদালতে নিষ্পত্তি করে আসার জন্য খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিয়ে আদেশ দেন।

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কুমিল্লার দুই মামলায় জামিন পাওয়ার পর এখন তার বিরুদ্ধে আর যেসব মামলা রয়েছে তা জামিনরযাগ্য। আইনগতভাবে ওই সব মামলায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদালত থেকে তিনি জামিন পাবেন। হাইকোর্টের রায়ে আমরা আনন্দিত। তবে আমি বারবার বলছি, বেগম খালেদা জিয়ার কারামুক্তি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। সরকার যদি তার কারাবাস দীর্ঘায়িত করতে চায় তা হলে আইনগতভাবে আমাদের কিছু করার নেই। আর সরকারের সদিচ্ছা হলে আজই তিনি মুক্তি পেতে পারেন।

তিনি বলেন, মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেছিলাম। সেখানে ম্যাজিস্ট্রেট আদেশ দেননি। পরে আমরা হাইকোর্টে আবেদন করেছি। এটা জামিনযোগ্য অপরাধ। হাইকোর্টও জামিন দিতে পারেন। আদালত বলেছেন, বিচারিক আদালত ঘুরে আসতে। এখন আমরা নড়াইলে যাবো। সেখানে আবেদন করব।

খালেদা জিয়ার অপর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, নড়াইলের মামলায় ২৫ তারিখ দিন ধার্য ছিল। ওই দিন ছিল বন্ধ। রোববার সেখানে আদেশ দিয়েছে ৩০ আগস্ট তারিখ রেখেছে। সেটা আমাদেরকে জানায়নি। আমরা সেশন কোর্টে আবেদন করিনি, তাই নট প্রেসড করেছেন আদালত।
আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, অফিসিয়ালি খালেদা জিয়া তিনটি মামলায় অ্যারেস্ট। একটা জিয়া অরফ্যানেজ ট্রাস্ট। আর দু’টায় আজকে জামিন হয়েছে। এখন অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট নেই। আজকের আদেশের পর খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই। তবে এরপর সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো মামলায় অ্যারেস্ট দেখাতে পারে।
অন্য দিকে নড়াইলের মানহানি মামলা জামিনযোগ্য। এ মামলায় সংশ্লিষ্ট কোর্ট কাস্টুডি ওয়ারেন্ট জারি করেননি। তাই এ মামলার কারণে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সরকার হস্তক্ষেপ না করলে খালেদা জিয়ার কারামুক্তিতে আর কোনো বাধা হবে না।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিননামা (বেইল বন্ড) দেয়া আছে। এখন কুমিল্লার মামলায় হাইকোর্টের লিখিত আদেশ পেলেই জামিননামা দেয়া হবে। এরপর স্বাভাবিক নিয়মে তার মুক্তি পাওয়ার কথা। কিন্তু সরকার কোনো কূটকৌশল করে যদি অন্য মামলায় তাকে গ্রেফতার দেখায়, তবে তার জামিন প্রক্রিয়া আটকে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ