Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মামলায় খালেদা জিয়ার জামিন

জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ : আরো দুইটি মামলার শুনানি হাইকোর্টের অপর একটি বেঞ্চে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১:৫৮ এএম, ২৯ মে, ২০১৮

কুমিল্লায় নাশকতার দুই মামলার সাবেক প্রধানন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আর নড়াইলের মানহানির একটি মামলা জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বারজজ আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালতে আবেদনের ওপর আজ (মঙ্গলবার) শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আরো দুইটি মামলার শুনানি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল তিনটি মামলার জামিন আদেশের দিন ধার্য ছিল। এর আগে শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেছিল। আদেশের সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মীর নাসির উদ্দিন, মাহবুব উদ্দিন খোকন,ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ। পরে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কুমিল্লার দুটি মামলায় ছয় মাসের জামিন দেয়া হয়েছে। আর নড়াইলের মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জজকোর্টের আদেশ শেষ না হওয়ার আগে হাইকোর্টে আসা ঠিক হয়নি। তবে আমরা আইনের ব্যাখ্যায় বলেছি, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জজকোর্ট ছাড়াও হাইকোর্ট আদেশ দিতে পারেন এবং এ সংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগের রায় রয়েছে। তিনি আরো বলেন, কুমিল্লার দুটি মামলায় হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন হওয়ার পর অন্য মামলাগুলো সবই জামিনযোগ্য। এগুলো বিচারিক আদালত ও হাইকোর্টে উত্থাপন করলেই জামিন পাওয়া যাবে।
খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিযার জামিনে মুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তবে এরপর সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো মামলায় অ্যারেস্ট দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২২, ২৩ ও ২৪ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।
দুই মামলায় শুনানি আজ: বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের জন্য পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার শুনানি করতে গেলে হাইকোটের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা। পরে মাসুদ রানা ইনকিলাবকে বলেন, আজকে মামলা দুটি আদালতে উত্থাপন করেছি। আদালত বললেন, মঙ্গলবার দুপুরে মামলা দুটির শুনানি হবে। এজন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রস্তুতি নিয়ে রাখতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২২ মে ওই দুই মামলায় জামিন চেয়ে আদালতে অনুমতি চান খালেদা জিয়ার আইনজীবীরা। সেই আবেদন দুটি সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শুনানি নাও হওয়ায় মামলা দুটি আগামীকাল শুনানির জন্য দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
মানচিত্র, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ : বাংলাদেশের জাতীয় পতাকা আলবদর ও রাজাকারদের গাড়িতে অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর গত ১২ এপ্রিল আইনজীবীরা এ মামলায় তার জামিন চান। এরপর গত ১৭ মে আদালত তৃতীয় দফায় সময় পিছিয়ে আদেশের জন্য আগামী ৫ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগ : মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে অপর মামলাটি করেন। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ নবেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ২৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু জামিন না দিয়ে ১৭ মে শুনানির দিন নির্ধারণ করেন আদালত। পরবর্তীতে ওই তারিখে তার গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আদেশ দিয়ে ৫ জুলাই জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এ অবস্থায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
প্রসঙ্গত, ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে অন্য মামলায় গ্রেফতাার দেখানোর কারণে জামিন পেলেও তিনি মুক্তি পাননি। গত ৮ ফেব্রæয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন নি¤œ আদালত।
কুমিল্লায় খালেদা জিয়ার মামলার জামিন শুনানী অনুষ্ঠিত
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম উভয় পক্ষের শুনানী শেষে তাৎক্ষনিক কোন আদেশ দেননি এবং তা পরবর্তীতে দেয়া হবে বলে জানান। মামলায় খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট কাইমুল হক রিংকু শুনানী শেষে সাংবাদিকদের জানান, মামলাটির কার্যক্রম হাইকোর্টে স্টে (স্থগিত থাকা) ছিল। স্টে ভ্যাকেট হয়ে আসছে। ১৭মে মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন করলে আদালত আজকের (সোমবার) দিন ধার্য করে।
মামলার বিবরণে জানা যায়, খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে মামলায় হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।



 

Show all comments
  • বুলবুল আহমেদ ২৯ মে, ২০১৮, ২:৩৮ এএম says : 0
    আশা করি ঈদের আগেই বেগম জিয়া ছাড়া পাবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ