এফ আর টাওয়ারের ঘটনা : জামিন পেলেন বিএনপি নেতা তাসভীর
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভীরউল ইসলাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন জামিনের আদেশ
া মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত কে ছিলেন?
উ. ফারাও মেনেস।
া এথেন্স শহরকে কেন্দ্র করে কোন সংস্কৃতি গড়ে ওঠে?
উ. হেলেনিক সংস্কৃতি।
া ক্রিমিয়া কোন দেেেশর স্বায়ত্ত শাসিত অঞ্চল?
উ. রাশিয়া।
া টুপাক আমারু কী?
উ. একটি গেরিলা সংগঠনের নাম।
া সাইপ্রাস কোন দুটি দেশের বিবাদের কারণ?
উ. গ্রিস ও তুরস্ক।
া বিশ্বের বৃহত্তম যুক্তবাজার গড়ার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
উ. টিপিপি (ঞচচ)।
া এশিয়ার কোন অঞ্চলে সারাবছর পরিচলন বৃষ্টি হয়?
উ. মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
া ইউএন উইসেনের প্রথম উপমহাসচিব কে ছিলেন?
উ. মিশেল বাশেলেট।
া ঙচঈড কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৯৭।
া টচ স্ক্রিন প্রযুক্তির জনক কে?
উ. ড.স্যামুয়েল হার্স্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।