পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ইসরাইলী আগ্রাসন প্রতিরোধে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর বলেছেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। জেরুসালেম হলো স্বাধীন ফিলিস্তিনের রাজধানী, যা ইসরাইল অন্যায়ভাবে জবর দখল করে রেখেছে। গতকাল (শনিবার) চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জুনাইদ বাবুনগরী বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের রক্ত নিয়ে ইহুদীবাদী ইসরাইল হোলি খেলায় মেতে উঠেছে। তিনি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তাদের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
আল্লামা বাবুনগরী বলেন, মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসের পবিত্র ভূমি জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছে। এটা মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। তিনি বলেন, ইহুদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ লড়াই চালাতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনিরা আমাদের ভাই। তাদের অধিকার প্রতিষ্ঠায় ইসরাইল ও মার্কিনীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাঈলী বর্বরোচিত হামলা বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
ইফতারপূর্ব আলোচনা সভায় শীর্ষ ওলামায়ে কেরাম ও হেফাজত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দারুল উলুম হাটহাজারীর বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা মঈনুদ্দিন রুহী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনিরী, মাওলানা হাফেজ সোহাইব নোমানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আবদুল জাব্বার, মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, আবদুর রহমান চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।