Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস’ চালু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস’ নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। এ অ্যাপস চালু করায় করদাতারা যেকোনও জায়গায় বসে দ্রততার সঙ্গে সহজে সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ীরা রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।
মোবাইল অ্যাপলিকেশনটিতে ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোনও ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোনও ধরনের মতামত জানাতে পারবে। এ ব্যাপারে ভ্যাট-এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, সম্প্রতি এই অ্যাপসটি চালু হওয়ায় দেশের যেকোনও নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে এখন সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোনও স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে। মতিউর রহমান আরও বলেন, এলটিইউ-ভ্যাটের সব কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদ, মোবাইল নম্বর, ই-মেইল আইডি সংরক্ষণ রয়েছে অ্যাপসটিতে। তাই যেকোনও নাগরিক বা করদাতা এলটিইউ এর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোনও কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মতো মোবাইল অ্যাপস চালু করেছে। এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপলিকেশন এখন অ্যান্ডু্য়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাট মোবাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ