Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্টুন জেটি দিয়ে চট্টগ্রাম বন্দরে লাইটার জট সমাধানের আহ্বান

পোর্ট ইউজার্স ফোরামের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

পল্টুন জেটি দিয়ে চট্টগ্রাম বন্দরে লাইটার জট সমাধানের আহ্বান জানিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। গতকাল (বুধবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে কন্টেইনার ক্লিনিং চার্জ ও লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস সময়সীমা নির্ধারণসহ বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে পোর্ট ইউজার্স ফোরামের (পিইউএফ) অনুষ্ঠিত সভায় পোর্ট ইউজার্স ফোরাম নেতৃবৃন্দ এ আহ্বান জানান। পিইউএফ চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এমপি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে আমদানি-রফতানি কার্যক্রম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এরই সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সদরঘাটে ৫টি ও পতেঙ্গা লালদিয়ার চরে ৪টি লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাসের জন্য জেটি নির্মাণের কাজ সম্পন্ন হলে বন্দরে জাহাজ জট হ্রাস পাবে।
সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন নিয়ন্ত্রণ, আইসিডি কর্তৃক প্রাইম-মুভার ও কাভার্ড ভ্যান থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, নৌ-সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, এনবিআর চেয়ারম্যান, পোর্ট চেয়ারম্যান ও চট্টগ্রাম কাস্টমস কমিশনারের উপস্থিতিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে শীঘ্রই একটি মতবিনিময় সভা আয়োজনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট এ কে এম আকতার হোসেন, চেম্বার পরিচালকবৃন্দ এম এ মোতালেব, তরফদার মোঃ রুহুল আমিন, প্রাইম-মুভার ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ