Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া ফার্স্ট ক্লাস জায়গায় আছেন -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ৮:৫৮ পিএম
কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন, জেলখানায় যেখানে আমরাও ছিলাম না। সোমবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক ইফতার পার্টি থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও জেলখানায় ছিলাম। বেগম জিয়া যেই জায়গাটায় আছেন, সেটা আমরা দেখেছি। সেখানে যেভাবে রুমটাকে সাজানো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম না।’
 
তিনি বলেন, এখন তারা (বিএনপি) বিরোধী দলে আছেন, বিএনপির নেতার এনিয়ে বলবেনই। জেল কোর্ট অনুযায়ী বেগম জিয়া যা যা প্রাপ্য সব কিছু করা হচ্ছে। যদি আরও কিছু করার দরকার হয় সেটাও করা হবে। চিকিৎসার জন্য আরও কিছু করার দরকার হলে সরকার করবে।
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেখুন, কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা রাখার কোনো সুযোগ নেই। সেটাও এলাউ করা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক রাখার কোনো নিয়ম নেই। এই নিয়মও বেগম জিয়ার জন্য ভাঙা হয়েছে। কারণ তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, উনাকে আমরা অপমান করতে চাই না।’
 
তিনি বলেন, জেলে দিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। কিন্তু মানুষ হিসেবে মানবিকতার দিক দিয়ে তারও বয়স হয়েছে তাকে যথাযত চিকিৎসা দেয়া এবং তার সঙ্গে মানবিক আচরণ করার ক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই।
 
সরকারের অধীনে নির্বাচন করা বিএনপির জন্য আত্মঘাতী হবে- বিএনপির এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, খুব ভালো কথা! তারা গতবার নির্বাচনে যায়নি, কিন্তু নির্বাচনের বৈধতার কোনো সংকট হয়নি; এবারও হবে না।
 
তিনি বলেন, আর আত্মঘাতীর বিষয়টা তাদের মূল্যায়নের ব্যাপার, তাদের জন্য আত্মঘাতী কিনা। তবে তাদের জন্য নির্বাচন আটকে থাকবে না। নির্বাচন নির্বাচনের পথে চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, সংবিধান অব্যহত থাকবে।
 
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য রাখেন না, এমন কি আমিও রাখি না। কিন্তু ফখরুল ইসলাম আলমগীররা ইফতার নিয়েও রাজনীতি করেন। ইফতারের সময় তারা রাজনৈতিক বিদ্বেষ ছড়ান। প্রতিপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
 
তিনি বলেন, ‘বিএনপি দেশের মানুষের কাছে তো নালিশ করেই, ইফতার সামনে রেখে বিদেশিদের কাছেও নালিশ করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু না।’
 
প্রসঙ্গত, রোববার তৃতীয় রোজায় কূটনীতিকদের সম্মানে দেয়া ইফতারে বিএনপি মহাসচিব বলেন, আজ বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাকে একটি মিথ্যা মামলায় বিনা দোষে কারাবন্দি করা হয়েছে, তিনি সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ