Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন পণ্যের দাম কমিয়েছে টিসিবি

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত ৬ মে থেকে সারাদেশে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করে। এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশ জুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হচ্ছে। তবে বিক্রি শুরুর ১২ দিনের মাথায় এসে মসুর ডাল, ছোলা ও খেজুরের দাম কমিয়েছে সংস্থাটি। এর পাশাপাশি ব্যক্তিপ্রতি পণ্য ক্রয়ের পরিমাণও বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী মসুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা কেজি, ছোলা পাঁচ টাকা কমিয়ে ৬৫ টাকা এবং খেজুর প্রতি কেজিতে ২০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। সয়াবিন তেল আগের মতোই ৮৫ টাকা লিটার এবং ৫৫ টাকা কেজিতে চিনির দাম অপরিবর্তিত রেখেছে। নতুন এ দাম গতকাল শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে। এবার পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য রোজার ১২ দিন আগে থেকেই ট্রাকে করে এসব পণ্য বিক্রি শুরু করে টিসিবি। সে সময় প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, খেজুর ১২০ টাকা এবং মসুর ডাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছিল। দাম কমানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পণ্যের পরিমাণ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ক্রেতা পাঁচ কেজি চিনি, পাঁচ কেজি মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, ১০ কেজি ছোলা এবং দুই কেজি খেজুর কিনতে পারবে। যেখানে আগে একজন ক্রেতা চার কেজি করে চিনি ও মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন, পাঁচ কেজি ছোলা এবং এক কেজি খেজুর কিনতে পারত। উল্লেখ্য, রমজান উপলক্ষে সারাদেশে ১৮৪টি ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ