পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাহে রমাযানের পবিত্রতা রক্ষা দাবি জানিয়ে জর্জকোর্ট প্রাঙ্গণে আজ দুপুরে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ স্বাগত মিছিল বের করে। মিছিল পূর্ব সভায় নেতৃবৃন্দ বলেন, কুরআন নাযিলের এই মহান মাসে তাকওয়া অর্জনে সকলকে চেষ্টা করতে হবে। এ মাসের পবিত্রতা রক্ষা, দিনের বেলা পানাহার বন্ধ, অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালে রাখার দায়িত্ব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের।
সংগঠনের সেক্রেটারী জেনারেল শেখ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে পূব সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মাওলানা মুহিব্বুলাহ, এ্যাডভোকেট মোঃ শওকত আলী হাওলাদার, সর্দার মোঃ মানিক মিয়া, এ্যাডভোকেট এম এ দুলালসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।