Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশে পরিবর্তন অবশ্যম্ভাবি হয়ে উঠেছে : এরশাদ

বগুড়ায় জাপার সম্মেলনে নাজেহাল এমপি আলতাব

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন ‘দেশে এখন ঘুষ, দুর্নীতি, অনাচার ও সামাজিক নিরাপত্তাহীনতার এতটাই বিস্তার ঘটেছে যে পরিবর্তন অবশ্যম্ভাবি হয়ে উঠেছে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ নির্বাচন ও পরিবর্তনের দাবি জানাচ্ছে। তিনি বলেন ‘আগামীতে নির্বাচন হলে জাতীয় পার্টি এককভাবে ক্ষমতায় যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তবে এই নির্লজ্জ বেশরম নির্বাচন কমিশনের অধীনে আর কখনো সুষ্ঠু নির্বাচন কী সম্ভব হবে যে বলে দ্বিতীয় ধাপের নির্বাচনে কেউ রাতের বেলায় ব্যালট বাক্স ভরে রাখেনি। অতীতে কী কোনো নির্বাচনে ৪০ জনের মৃত্যু হয়েছে? দেখে মনে হয় দেশে সবচেয়ে সস্তা এখন মানুষের জীবন। সেদিন বাঁশখালীতে পুলিশের গুলিতে ৪ জন এবং কাল র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন মারা গেল কিন্তু স্বজনহারাদের কান্নায় কারো মন গলে না। তিনি প্রশ্ন রাখেন আমরা কী এতটাই পাষ- হয়ে গেছি? তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন আজিজ মার্কা কমিশনের চেয়েও খারাপ।
এরশাদ গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, সাবেক মন্ত্রী ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আলতাব আলী ও নুরুল ইসলাম তালুকদার।
সম্মেলনে এরশাদ বলেন, দুর্নীতি ও লুটপাট এমনভাবে বিস্তার লাভ করেছে যে, মনে হয় আল্লাহর স্থলে কেউ কেউ অর্থকেই বড় মনে করছে। নিয়োগ বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে পুলিশ নিয়োগে ১০ লাখ এবং শিক্ষক নিয়োগের জন্য ১৫ লাখ টাকার বিষয়টা গেজেটে অন্তর্ভুক্ত করে দিতে হবে। নির্বাচনের আগে সরকার ঘরে ঘরে চাকরি দিবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে পারেনি। এখন চাকরি নিতে গেলে প্রথমে আ’লীগ হতে হবে ও পরে টাকা থাকতে হবে। তিনি বলেন, সরকার ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলে, অথচ দেশে বেকারদের চাকরি হয় না। বেকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে থাইল্যান্ডে যায়। দেশে চাকরিও নেই, সামাজিক নিরাপত্তাও নেই।’ কলেজ-ছাত্রী তনু প্রস্েঙ্গ তিনি বলেন, এই মর্মান্তিক হত্যাকা- সম্পর্কে একবার বলা হচ্ছে সে ধর্ষণের শিকার হয়েছে, একবার বলা হচ্ছে সে ধর্ষণের শিকার হয়নি। ভবিষ্যতে হয়তো বলা হবে যে, আসলে তনু নামের কোনো মেয়েই ছিল না,ওটা মিডিয়ার সৃষ্টি।
এরশাদ জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার পরামর্শ দিয়ে বলেন,  রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হলেও এখন সেখানে জাতীয় পার্টির সংসদ সদস্য সংখ্যা দুই আর বগুড়ায় চার। কাজেই ভবিষ্যতে এই সংখ্যা যেন বাড়ে সেটা তোমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বগুড়ায় ৬ বছর পর সম্মেলন হচ্ছে এটা ঠিক না, আগামীতে প্রতি তিনবছর পরপর সম্মেলন যেন হয় সেটা নিশ্চিত করতে হবে। তিনি কর্মীদের বলেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বিএনপিও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, কিন্তু আমাদের সাথে কোনো রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী শক্তির সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, মানুষের বিপদে-আপদে পাশে থাকলে সব অন্যায়-অনাচারের প্রতিবাদ করতে পারলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে। এটা দেখার জন্যই আমি এখনও বেঁচে আছি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও পার্টির কো-চেয়ারম্যান  জিএম কাদের বলেন, দেশে এখন অল্প কিছু মানুষ ছাড়া বেশির ভাগই দুঃসময় পার করছে। তারা কামনা করছে পরিবর্তন। একসময় যারা এরশাদের সবকিছুতেই কঠোর সমালোচনা করতেন, কটূক্তি করতেন তারাও এখন স্বীকার করছেন যে, সব দিক দিয়েই এরশাদের শাসনামলই ভালো ছিল। তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশে এখন আর কোনো রাজনীতি নেই, চলছে বিরাজনীতিকরণ। আ’লীগ পুরোপুরি প্রশাসন এবং বিএনপি হয়ে উঠেছে সন্ত্রাসনির্ভর। শাসকদের বিপক্ষে কেউ কিছু বলতে পারছে না। এ অবস্থা চলতে পারে না, চলতে দেওয়া যায় না।,
সাবেক মন্ত্রী ও জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ৯০-এরপর ২৪টি বছর ধরে ষড়যন্ত্র করে পল্লি বন্ধু এরশাদকে ক্ষমতায় আসতে দেওয়া হচ্ছে না। অথচ তিনিই এদেশে উন্নয়নের রাজনীতি চালু করেন। তিনিই থানাকে উপজেল্য়া, মহকুমাকে জেলায় উন্নিত করেছিলেন। তিনি ছাড়া স্বপ্নের যমুনা সেতু স্বপ্ন্ই থেকে যেত বাস্তবায়ন হত না।
স্থানীয় নেতা এ্যাড. সাথী হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি। উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ইফতেখার হাসান, সাবেক এমপি এ্যাড. শাজাহান আলী তালুকদার, সিনিয়র নেতা ফজলে রহিম মন্জু, শহীদুর রহমান পশারী মন্টুসহ লুৎফর রহমান স্বপন, ফারুক আহম্মেদ, আজিজ আহম্মেদ রুবেলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি/সম্পাদকবৃন্দ। সমাবেশের শেষ পর্যায়ে এরশাদ বর্তমান সভাপতি শরিফুল ইসলাম জিন্না এমপি এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপির নাম পুনরায় স্ব-স্ব পক্ষে ঘোষণা করলে বিপুল করতালির মাধ্যমে কাউন্সিলর ডেলিগেটরা তা অনুমোদন করেন।
এমপি আলতাব আলী নাজেহাল
বগুড়া জেলা জাতীয় পার্টির জেলা সম্মেলন চলাকালে গাবতলী আসনের এমপি আলতাব আলী দলের নেতা কর্মীদের বিরোধিতার মুখে পড়েন ও নাজেহাল হন। প্রথমে অনুষ্ঠানের সঞ্চালক পূর্ব পরিকল্পিতভাবে বক্তা হিসেবে তার নাম ঘোষণা না করেই সরাসরি অতিথি বক্তা হিসেবে মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা দেন। কিন্তু কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরে তার নাম ঘোষণা করা হয়। কিন্তু যখন তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করতে যাবেন তখনই কয়েকজন নেতা মঞ্চের সামনে গিয়ে না না না আলতাবের বক্তব্য শুনবো না বলে চিল্লা-চিল্লি শুরু করে। একপর্যায়ে তাকে মাইক্রোফোন থেকে সরাতে টানা-হেঁচড়া করতে দেখা যায়। তবে এরই মধ্যে এ্যাড. আলতাব সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন এবং এ ধরনের বিরোধিতাকে তিনি আমলে নেবেন না বলেও ঘোষণা করেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে পরিবর্তন অবশ্যম্ভাবি হয়ে উঠেছে : এরশাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ