পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : পুরোনো ঢাকার ইসলামপুর ঝব্বু খানম জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা বিলাল হোসাইনের নৃশংস হত্যাকা-ে নিন্দা-প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতৃবৃন্দ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপরাধ ব্যক্তিদের অহেতুক হয়রানি না করার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চকবাজার শাহী মসজিদে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় নেতৃবৃন্দ এই দাবি করেন। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুদ্দীন লাহোরী, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মহাসচিব মাওলানা মিনহাজুদ্দীন, মাওলানা আনোয়ারুল হক, মুফতি তাসলীম আহমদ, মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, মাওলানা শহীদুল আনোয়ার, মাওলানা আবদুল মাজিদ, মাওলানা শামসুল হক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে জীবনের কোনোই নিরাপত্তা নেই। গুম, খুন ও হত্যা এতই স্বাভাবিক হয়ে গেছে যে, পবিত্র মসজিদে পর্যন্ত জীবনের নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতার কারণে মানুষ ঘরের বাইরে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে। নেতৃবৃন্দ মাওলানা বিলাল হোসাইন হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রকৃত খুনিদের বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানান।
কর্মসূচি ঘোষণা
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের এর নেতৃবৃন্দ আজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশের প্রতিটি মসজিদে মুয়াজ্জিন বেলাল হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া দিবস পালনের আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে চক বাজার শাহী মসজিদ চত্বরে দোয়া দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই সকল স্তরের উলামা-মাশায়েখ, ইমাম-খতিব ও মুসল্লীদের যথা সময়ে চকবাজার শাহী জামে মসজিদ চত্বরে উপস্থিত থেকে দোয়ায় শরিক হওয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।