Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহীউদ্দীন খান আলমগীরের ছেলের সাজা আপিলে বহাল

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্পদ বিবরণীর মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ছেলে জয় আলমগীরকে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত। জয় আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন ও আবদুল মতিন খসরু। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব। পরে মামুন মাহবুব বলেন, এখন আইন অনুসারে জয় আলমগীরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় একই বছরের ৫ নভেম্বর বিশেষ জজ আদালত তাদের তিন বছর কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ-ের রায় দেন। ২০০৯ সালে এই সাজা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মহীউদ্দীন খান আলমগীর। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বাতিল করেন হাইকোর্টের একটি বেঞ্চ। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। এই আপিলের শুনানি শেষ করে গত ২১ মার্চ আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিতে সময় দেন আপিল বিভাগ। অবশেষে গতকাল এ রায় ঘোষণা করলেন আপিল বিভাগ।






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহীউদ্দীন খান আলমগীরের ছেলের সাজা আপিলে বহাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ