Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে নিরাপত্তামূলক পরিবেশ না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন নিরাপদ হবেনা -ইউএসএইড প্রশাসক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ৮:২৬ পিএম

ইউএসএইড প্রশাসক মার্ক গ্রিন বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটকে সাতে নিয়ে উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
এসময় তিনি শিবিরে অবস্থানরত রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেন।
বিকেল সাড়ে ৪টায় শিবিরে মিডিয়া কর্মীদের সাথে ব্রিফিংকালে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, ইউএসএইড এপর্যন্ত একশত মিলিয়ন ডলার তাদের জন্য ব্যয় করেছে। আগামী বর্ষায় রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য আরো ৪৪ মিলিয়ন ডলার খরচ করবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তামূলক পরিবেশ নাহওয়া পর্যন্ত প্রত্যাবাসন নিরাপদ হবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ