Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে রপ্তানি বৃদ্ধি করতে সিভিডি তুলে নেয়ার আহ্বান

নর্থইস্ট-আসিয়ান বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। দু’দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে আরোপ করা কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) তুলে নেয়া প্রয়োজন। ভারতের নর্থ-ইস্ট রিজিওনে বাংলাদেশের তৈরী পোশাকসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এ অঞ্চলে তুলনামূলক কম দামে, ভালো মানের পণ্য রপ্তানি করতে সক্ষম। টেরিফ ও নন-টেরিফ বেরিয়াগুলো দূর করা হলে ভারতের এ অঞ্চলে বাংলাদেশের পণ্যের রপ্তানি অনেক বাড়বে।
গতকাল ভারতের মনিপুর রাজ্যের ইম্ফল-এ ইন্ডিয়ান চেম্বান অফ কমার্স, ভারতের মিনিষ্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিওন ও মনিপুর রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী নর্থইস্ট বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও আঞ্চলিক সম্পর্ক খুবই ভালো। দু‘দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ভারত সরকার অস্ত্র ও মাদক দ্রব্য ছাড়া বাংলাদেশকে সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। টেরিফ ও নন টেরিফ বেরিয়ারগুলোর কারণে বাংলাদেশ এ বাণিজ্য সুবিধা কাজে লাগাতে পারছে না। বাংলাদেশ, ভারত, ভূটান এবং নেপাল সড়ক যোগাযোগ স্থাপনে যে চুক্তিস্বাক্ষর করেছে, তা কার্যকর হলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এবং পণ্যবাহী গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে। তখন এ অঞ্চলের ৮টি রাজ্যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
তোফায়েল আহমেদ বলেন, বিশ^ রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান এখন অনেক ভালো। বিশ^ বাজারে তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। বিশে^র উন্নতদেশসহ ১০৭টি দেশে এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। বিগত ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্সে এলডিসিভুক্ত দেশগুলো উন্নত বিশে^র কাছে ওষুধ রপ্তানির ক্ষেত্রে ২০৩৩ সাল পর্যন্ত সুবিধা অর্জন করেছে। ডব্লিউটিও-এর মহাপরিচালক বাংলাদেশের ওষুধ কারাখানা পরিদর্শন করে বাংলাদেশের প্রশংসা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে রপ্তানি বৃদ্ধি করতে সিভিডি তুলে নেয়ার আহ্বান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ