Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিষ্ঠান ‘সেবামূলক’ হলে উচ্ছেদ নয়-স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় দিলেও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল উচ্ছেদে যাওয়ার আগে এলাকাবাসীর মতামত নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এলাকাবাসী যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে ‘সেবামূলক’ হিসেবে চিহ্নিত করবে সেগুলো উচ্ছেদ করা হবে না বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
 সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে সেবামূলক ও বাণিজ্যিক উভয়ই বলতে পারেন। যদি এটি সেবামূলক হয়ে থাকে তবে একে কমার্শিয়ালি ব্রান্ডেড করব না। কমার্শিয়াল ব্রান্ডেড হলেই কিন্তু সেগুলো উচ্ছেদ করতে হবে। সেবামূলক হয়ে থাকলে আবাসিক এলাকায় কোনো ক্ষতি করছে না। প্রাইমারি স্কুল, কোচিং সেন্টারগুলোর কাজ যদি সেবামূলক হয়, তবে আমাদের অনুমতি দিতে কোনো অসুবিধা নেই। তবে আবাসিক এলাকায় লাইসেন্স নিয়েও গড়ে ওঠা অন্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে, জানান মোশাররফ হোসেন।
 উল্লেখ্য, গত ৪ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে শহর এলাকায় আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেওয়ার সুপারিশ করা হলে মন্ত্রিসভা তাতে সায় দেয়। ওই সময়ের মধ্যে বাণিজ্যিক স্থাপনাগুলো না সরালে পরের মাসে সেগুলো উচ্ছেদ করা হবে। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করার সময় দুর্নীতি হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুর্নীতির ভাবটা বুঝি, দুর্নীতি কোন লেভেলে যায় সেটা দেখি। আগেই কীভাবে বলি কী ব্যবস্থা নেব? মন্ত্রী জানান, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হলে তা মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার দিন থেকেই অবৈধ।
সরকারের অনুমোদন নিয়ে ফি পরিশোধ করে যারা আবাসিক থেকে বাণিজ্যিক প্লটে রূপান্তর করেছেন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত  হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এভাবে কেউ করে থাকলে তারা বৈধতা পাবে। ঢাকায় মোট ৫ হাজার ৪৮৮টি আবাসিক প্লট বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরমধ্যে বৈধ ৫৬৮টি, অবৈধ ৪ হাজার ৯২০টি।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানান, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা থেকে শুরু করে সিটি করপোরেশনে আবাসিক হিসেবে যেসব প্লট বরাদ্দ দিয়েছে সেখানকার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে কাজ করেছে সরকার। এর বাইরে ওইসব এলাকায় জনগণের জন্য সামাজিক, বাণিজ্যিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাসপাতাল সরকার করে দিয়েছে। সে স্পেস সেখানে আছে। সেগুলো আমরা অক্ষুণœ রাখব। তবে ব্যক্তি উদ্যোগে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত বাণিজ্যিক স্থাপনা পর্যায়ক্রমে তালিকা করে আবাসিক এলাকা থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান সচিব।তিনি বলেন, আমাদের তালিকা প্রণয়ন এখনও সম্পন্ন হয়নি। বাণিজ্যিকগুলো পেয়ে গেছি, বারের তালিকাও আমরা পেয়েছি। রেস্টুরেন্ট ও রেস্ট হাউজগুলোতে আমরা হাত দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠান ‘সেবামূলক’ হলে উচ্ছেদ নয়-স্থানীয় সরকার মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ