পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ভোজ্যতেল রূপচাঁদা বাজারজাতকারী কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বি.ই.ও.এল)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো রূপচাঁদা-দি ডেইলি স্টার সুপার শেফ ২০১৮ এর পুরস্কার প্রদান পর্ব। গত ১৩ মার্চ রাত ৯টায় এন.টি.ভি এই অনুষ্ঠান সম্প্রচার করে। সারা দেশ থেকে বাছাই করে আনা শীর্ষ ২০ জন প্রতিযোগীর উপস্থিতিতে বিজয়ী শামসুন নাহারের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.ই.ও.এল, ডেইলি স্টার ও এন.টি.ভি-র কর্মকর্তাগণ, সুপার শেফের বিভিন্ন পর্যায়ের অতিথি বিচারকবৃন্দ ও ক্রিয়েটিভ টিম। দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বক্তব্য দিয়ে শুরু হয় পুরষ্কার প্রদান অনুষ্ঠান। এরপর সাংস্কৃতিক আয়োজনের পর বক্তব্য রাখেন এনটিভি-র ডিরেক্টর নুরুদ্দিন আহমেদ। বি.ই.ও.এল -এর জেনারেল ম্যানেজার ইনাম আহমেদের শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রন্ধনশিল্পীদের মিলনমেলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।