পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার: কোরিয়ার স্বনামধন্য লিফট কোম্পানি সিগমার সাথে ব্যবসায়িক যাত্রা শুরু করেছে খান ব্রাদার্স গ্রæপের সহযোগি প্রতিষ্ঠান মেসার্স খান ব্রাদার্স ইকুই-বিল্ড লিমিটেড (কেবিইবিএল)। গত শনিবার রাজধানীর ওয়েষ্টিন হোটেলে এক অনুষ্ঠানের দুই কোম্পানির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানি দুটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কেবিইবিএলের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান এবং সিগমার পরিচালক (এশিয়া অঞ্চল) রজার এস. চে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সংসদ সদস্য মুজিবুল হক। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যেই বহুমাত্রিক ব্যবসা প্রসারের মধ্যদিয়ে অনেক দূর এগিয়েছে খান ব্রাদার্স গ্রæপ। ব্যাগ উৎপাদন, শিপিং, গার্মেন্টস শিল্প, সিরামিক শিল্প, লিফট-জেনারেটরের ডিষ্ট্রিবিউটর হিসেবে এই কোম্পানি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখছে। যার ফলে দেশের ভেতর এবং বাইরের বিনিয়োগকারীরা এই কোম্পানির সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী হচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য শামীম ওসমান বলেন, দেশের উন্নয়নে খান ব্রাদার্স গ্রæপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন, ডেভেলপার কোম্পানি বিটিআই-এর উপদেষ্টা এফআর খান ও অ্যাসেট-এর চেয়ারম্যান সেলিম আকতার খান। অনুষ্ঠানে খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানসহ দুই প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।