Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুজারের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৮৯ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সমাপনী মূল্য ছিল ৯.১ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৮.২ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৮.২ টাকা থেকে ৮.৪ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে ডরিন পাওয়ারের ৬.২১ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৭৮ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.২২ শতাংশ, জাহিনটেক্সের ৪.১৪ শতাংশ, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি ফান্ডের ৩.৯২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৩.৫০ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুজারের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ