Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বছর আগের অবস্থানেই বাংলাদেশ

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আর্সেনিক সমস্যা ১০ বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সে অবস্থায় রয়েছে। প্রায় দুই কোটি মানুষ এখনো আর্সেনিক যুক্ত পানি পান করছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে সরকার। এক রিপোর্টে এসব তথ্য তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিক্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মূলত রাজনৈতিক কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা এ তথ্যের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়। গতকাল বুধবার প্রকাশিত ১১১ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ‘নেপোটিজম অ্যান্ড নেগলেক্ট: দ্য ফেইলিং রেসপন্স টু আর্সেনিক ইন দ্য ড্রিংকিং ওয়াটার অব বাংলাদেশেজ রুরাল পুওর’(স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা) শিরোনামে বলা হয়েছে, আর্সেনিকের বিষয়টি আন্তর্জাতিক নজরে আসার প্রায় ২০ বছর পরেও আর্সেনিকযুক্ত পানি পান করছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ। এতে আরো বলা হয়, প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির ভেতর রয়েছে। প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দেশের ৬৫ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে ভুগছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ বছর আগের অবস্থানেই বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ