পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : ডিপ্লোমা-ইন কন্সট্রাকশন ডিগ্রিধারীদের শিক্ষা শেষে চাকরিতে নিয়োগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের সকল শিক্ষার্থী ও ডিপ্লোমা ইন কন্সট্রাকশন বিভাগের প্রাক্তন ছাত্রগণ মিলে কাপ্তাই সুইডেন পলিটেকনিক গেইট ও কাপ্তাই লগগেইট প্রধান সড়কে দাঁড়িয়ে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। প্রায় ২ ঘণ্টা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে ভুক্তভোগী শিক্ষার্থীগণ। শিক্ষার্থীরা বলেন, সিভিল উডের পাশাপাশি কন্সট্রাকশন বিভাগকে চাকরিতে নিয়োগের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান। তারা বলেন, সরকারি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পিপ্লোমা ইন কন্সট্রাকশন ২০০৫ সালে যুগ-উপযোগী সরকারি ৫টি পলিটেকনিক চালু করা হয়। প্রতিবছর ১ম ও ২য় শিফট মিলে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা অর্জন করেও চাকরি নিয়োগ সুযোগ না পাওয়ায় তাদের মধ্যে হতাশা ও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অত্র বিভাগে তিন হাজার শিক্ষার্র্থী অধ্যায়নরত আছে। প্রতিবছর ছয়শত শিক্ষার্থী পাস করে বাহির হয়। তাই সিভিল বিভাগের সিলেবাস থেকে কন্সট্রাকশন নির্মাণ বিভাগের সিলেবাস বিস্তৃত হওয়ার শর্তেও সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ সুযোগ হতে বঞ্চিত রয়েছে বলে উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।