পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত নতুন নয়টি’সহ ৬৯টি প্রকল্পের পণ্য সরবরাহ বা সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। এনবিআরের মূসক শাখার প্রথম সচিব (মূসক অব্যাহতি) হাছান মুহম্মদ তারেকের সই করা প্রজ্ঞাপনে ওই সুবিধার কথা বলা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- কৃষি মন্ত্রণালয়ের ৩টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ৪টি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১টি, শ্রম মন্ত্রণালয়ের ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৩টি, পরিবেশ মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২টি, তথ্য মন্ত্রণালয়ের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২টি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১টি, বিএসটিআইয়ের ১টি, আইন মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং অন্যান্য ২টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।