পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্বের সর্বাপেক্ষা দূষিত নগরীর এক নতুন তালিকা তৈরি করেছে জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তালিকার সবচেয়ে দূষিত ২০ শহরের মধ্যে ১৪টি ভারতের। এগুলোর মধ্যে রাজধানী নয়াদিল্লি ছাড়াও ওঠে এসেছে গোয়ালিয়র, বারানসি, ফরিদাবাদ, গয়া, আগ্রা, পাটনা, মজাফফরপুর, শ্রীনগর, জয়পুর, পাটিয়ালা ও যোধপুরের মত শহরের নাম।
হু’র করা দূষিত নগরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় মিশরের রাজধানী কায়রো, বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয়, মুম্বাই চতুর্থ এবং চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে।
মাত্র গত মার্চে করা অন্য এক জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। ওই জরিপটি করেছিল ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ ও যত্রতত্র কল কারখানা গড়ে তোলার কারণে বিশ্বে বায়ু দূষণের পরিমাণ অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে। হু’র হিসাবমতে বিশ্বের প্রতি দশজনের নয়জন মানুষই দূষিত বায়ুতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। বায়ু দূষিণের কারণে প্রতিবছর ১০ লাখ মানুষ মারা যাচ্ছে। এছাড়া ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসে ক্যানসার, নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ।
বায়ু দূষণের কারণে মৃত্যুর ঘটনাগুলো এশিয়ার দেশগুলোতেই বেশি হয়ে থাকে। এ কারণে প্রতিবছর কেবল ভারতেই মারা যায় ১১ লাখ মানুষ।
১০৮টি দেশের ৪ হাজার ৩শ শহরের ওপর গবেষণা চালিয়ে নতুন এই তালিকা তৈরি করেছে হু।
সূত্র : হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।