Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে -বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০১৮, ২:১৩ পিএম | আপডেট : ২:৫১ পিএম, ২ মে, ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের দ্রব্যের চাহিদার তুলনায় অনেক মজুদ রয়েছে। এ কারণে মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে।’

বুধবার সকালে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে আগুনে ক্ষতিগ্রস্থ শহরের মনোহরিপট্টি, খালপাড় ও চকবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

দ্রব্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই ব্যবসাযীদের সাথে সুসম্পর্ক রেখেই পণ্যের দাম ঠিক রাখা তবে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী ভোলা খালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য একটি প্রকল্প পাশ হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই খালটি দিয়ে একসময় অনেক বড় বড় নৌকা ছুটে চলত। খালটিকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য সংস্কার করা হবে।’

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বক্তব্য দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু, অ্যাড. জুলফিকার আহমেদ, জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় বাণিজ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ লাখ টাকা অনুদান দেন।



 

Show all comments
  • আজগর ২ মে, ২০১৮, ৩:১৪ পিএম says : 0
    মুখে নয় আমরা কাজে দেখতে চাই
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ২ মে, ২০১৮, ৯:২৬ পিএম says : 0
    জনগন বলছেন, “ মুনাফা – ২০১৮ “ রোজা রেখেও হইনা সোজা রোজার মাসে অধিক মুনাফা খুজি, ধনীরা এতে করেনা পরোয়া গরীবদের চাহিদা মিটেনা রুজি ৷ চাল কিনলে তরকারী জোটেনা রোজার মধ্যও চড়া দামে রোজা, মানবতা আজ বিবেক শূন্য মরার আগে কি হবোনা সোজা ? রোজার শেষে কাপড় বিতরন এ যেন বৈশাখী মেলা, সাংবাদিক আসবেন ছবি ছাপাবেন মানুষ ঠকানোর খেলা ৷ সংবাদ দেখে মানুষ ভাববে আমি কত বড় দাতা হাতেমতাই, সুযোগ পেলে ভিক্ষুকেও ছাড়িনা আমি ভদ্রলোকী কসাই ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী

২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ