Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা রাজাকারদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করেন তারা নব্যরাজাকার-তথ্যমন্ত্রী ইনু

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা পরিষদে নির্মিত ৫২’ থেকে বাংলাদেশ ‘টেরাকোটা’র উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ‘টেরাকোটা’র উদ্বোধন করেন মন্ত্রী। যারা রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা দিবস পালন করেন তারা নব্যরাজাকার। আর যারা তাদের সাথে নিয়ে ২১ ফেব্রয়ারি পালন করে তারা পাকিস্তানি ভূত। মঙ্গলবার দুপুরে নারায়গঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা পরিষদের ৫২ থেকে বাংলাদেশ টেরাকোটার ভাস্কর্য উদ্বোধন করেন। নারায়গঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা চেক প্রদানেরর জন্য ওই অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। নারায়গঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়গঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়গঞ্জ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়গঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার সামিউল মিলন, নারায়গঞ্জ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যারা রাজাকারদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করেন তারা নব্যরাজাকার-তথ্যমন্ত্রী ইনু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ