Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্ছ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। গত মঙ্গলবার ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা তিনি আরো বলেন, জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক জঙ্গি বিরোধী চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করেন। তিনি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।
সূত্র জানায়, সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ২১ জন অফিসার/ফোর্সকে পুরস্কৃত করা হয়। মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, বিপিএম, পিপিএমকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং মানিকগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাঃ হাফিজুর রহমানকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেয়া হয়। সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি(অপস এন্ড ইন্টিলিজেন্স) মোঃ আসাদুজ্জামান এবং রেঞ্জাধীন ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ