পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা ও নোয়াখালী জোনের উদ্যোগে শাখা ব্যবস্থাপক ও ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তাদের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন গত ২১ এপ্রিল কুমিল্লায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) আবু রেজা মোঃ ইয়াহিয়া। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোঃ রোকনুদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখা প্রধান আবু নোমান মোঃ সিদ্দিকুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফেনী শাখা প্রধান নাজমুল হুদা সিরাজী। ব্যাংকের ক্যামেলকো আবু রেজা মোঃ ইয়াহিয়ার নেতৃত্বে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শোয়াইব আহমেদ এবং মোঃ রেজাউল ইসলাম মানি লন্ডারিং এর জাতীয় ও আন্তর্জাতিক অবস্থা ও প্রতিরোধ বিষয়ক সেশন পরিচালনা করেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।