পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল জোটগতভাবে নির্বাচন করতে একমত হয়েছে। এই দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করবেন শরীকরা। এছাড়া আগামী ২৬ এপ্রিল ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতথ্য জানান।
আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার হুমকির জবাবে নাসিম বলেন, আইন-আদালতের প্রতি বিএনপির আস্থা নেই বলেই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে বের করার হুমকি দেয়। এ ধরনের হুমকি খুব দুঃখজনক। তিনি বলেন, বেগম জিয়া আইন-আদালতের মাধ্যমে জেলে গেছেন। আবার আইন-আদালতের মাধ্যমে জামিন পাবেন, জেল থেকে বেরিয়ে আসবেন। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানান।
আগামী ১৫ মে খুলনা ও গাজীপুরের ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে জামায়াত-বিএনপির প্রার্থীদের উপযুক্ত জবাব দেবেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্রে পরাজিত শক্তিকে দুই সিটি নির্বাচনেও পরাজিত করে মানুষ তাদের উচিত জবাব দেবে।
বিশ্বের ১০০ জন প্রভাবশালী নেতার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় ১৪ দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে সম্মানের আসনে বসিয়ে বাংলাদেশের মানুষকেও সম্মানিত করছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক, দিলীপ বড়ুয়া, নজিবুল বশার মাইজ ভান্ডারী, শরীফ নুরুল আম্বিয়া, ডা. ওয়াজেদুল ইসলা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।